রবিবার (৪ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জের সলঙ্গা থানা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি তাওহীদুর রহমান বাচ্চু ও সাধারণ সম্পাদক রিপন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। থানা সদরের ভূষাল হাটায় নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এ শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন। এ সময় সলঙ্গা থানা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদের যৌথ স্বাক্ষরিত পত্রে সলঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি তাওহীদুর রহমান বাচ্চু এবং সাধারণ সম্পাদক রিপন কে ঘোষণা করায় সলঙ্গায় ছাত্রলীগ নেতাকর্মীদেরকে আনন্দ উল্লাস শুরু হয় ।
গত ১ অক্টোবর সারাদিনব্যাপী থানা ছাত্রলীগ নেতাকর্মীরা আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা করে সবার সাথে সৌজন্য সাক্ষাত করেন। পরে থানা সদরের সাধারণ জনগনসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে মিস্টি বিতরণ হয়। অবশেষে ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মী সহ অন্যান্য সহযোগী সংগঠনও ফুলের মালা দিয়ে তাদেরকে বরণ করে নেন। এরপর (২ অক্টোবর) দিনব্যাপী সভাপতি বাচ্চু ও সম্পাদক রিপন ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে নিয়ে স্থানীয় এমপি মহোদয় সহ থানা আওয়ামী লীগের নেতাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরিশ্রমী ও মেধাবী ছাত্রনেতা ও থানা ছাত্রলীগ সভাপতি মোঃ তাওহীদুর রহমান বাচ্চু ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সলঙ্গা থানার ওসি জেড জেড তাজুল হুদার সাথেও শুভেচ্ছা বিনিময় করেন।