দৈনিক যায়যায়দিন-এর ডিক্লারেশন ফিরে পেলেন বর্ষীয়ান সাংবাদিক শফিক রেহমান। দীর্ঘ ১৮ বছরে পর তিনি আবারও দৈনিক যায়যায়দিন প্রকাশের অনুমতি পেলেন।
মঙ্গলবার দুপুরে দৈনিক যায়যায়দিন এর ব্যবস্থাপনা সম্পাদক সজীব ওনাসিস এতথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ১২ মার্চ দৈনিক যায়যায়দিন পত্রিকার ‘ডিক্লারেশন’ বাতিল করা হয়। প্রকাশনার নিয়ম লঙ্ঘনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ঢাকা জেলা প্রশাসন জানিয়েছে।
শফিক রেহমানের করা আবেদনে প্রকাশনা লঙ্ঘনের অভিযোগ করা হয়েছিল।
সূত্র: আমার দেশ