চার দফা আদায়ের দাবি এবং সাংবাদিক, শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ করছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা। বিকাল ৩ টার মধ্যে কার্যকরী কোনো সিদ্ধান্ত না নিলে কঠোর কর্মসূচির ঘোষণা আসার কথা জানিয়েছে তারা।
সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় তারা তারা বলেন, গতকাল রোববার উচ্চশিক্ষার সুযোগ, কমিউনিটি মেডিকেল অফিসার শূন্য পদে নিয়োগ প্রদানসহ চার দফা দাবিতে রাজধানীর শাহবাগ থানার সামনে অবস্থান করে। পরবর্তীতে অবস্থান শেষে প্রেসক্লাবের দিকে রওয়ানা দেয়ার সময় পুলিশ তাদের এবং সাংবাদিকদের উপর অন্যায়ভাবে লাঠিচার্জ করে। এতে তাদের ১২০ জন সহকর্মী আহত হয়ে হাসপাতালে আছে।
সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের পক্ষ থেকে আহমদ উল্লাহ্ মনসুর বলেন, স্বাস্থ্য সচিব আমাদের আশ্বাস দিয়েছেন আমাদের দাবিগুলো মানা হবে৷ কিন্তু আমরা কথায় নয়, কাজে বিশ্বাসি। বিকাল ৩ টার মধ্যে যদি কার্যকরী কোনো পদক্ষেপ না দেখি তাহলে আমরা কঠোর কর্মসূচি দিবো।
চার দফা দাবিগুলো হলো:-বৈষম্যমুক্ত বাংলায় বাংলাদেশ সরকারের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ১৯৭৩-১৯৭৮ মোতাবেক উচ্চশিক্ষার সুযোগ দিতে হবে, অনতিবিলম্বে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শূন্য পদে নিয়োগ প্রধানসহ কমিউনিটি ক্লিনিক সরকারি-বেসরকারি হাসপাতাল ক্লিনিকে ম্যাটস সংস্কৃত ডিএমএফ ডিপ্লোমাধারীদের জন্য নতুন পদ সৃজন করতে হবে, অনতিবিলম্বে চার বছরের অ্যাকাডেমিক কোর্স বহাল রেখে পূর্বের মতো এক বছরের ভাতাসহ ইন্টার্নশিপ চালু করে অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন করতে হবে এবং প্রস্তাবিত অ্যালাইড হেলথ প্রফেশনাল শিক্ষা বোর্ড বাতিল করে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে নতুন বোর্ড গঠন করতে হবে।
উল্লেখ্য, গতকাল চার দফা দাবিতে লংমার্চ নিয়ে সচিবালয় অভিমুখে রওনা হওয়া মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। এদিন বিকালে শিক্ষাভবনের সামনে এ ঘটনা ঘটে।
সূত্র : আমার দেশ