পাবনার ভাঙ্গুড়া উপজেলার ঐতিহ্যবাহী প্রাচীন নারী শিক্ষা প্রতিষ্ঠান হাসিনা-মমিন বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫৩ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোছা.নাজমুন নাহার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া অনুষ্ঠানটি উপভোগ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমুল হোসাইন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানা যায়, বিদ্যালয়টিতে প্রায় তিন সপ্তাহ ধরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন চলছিল । এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে দিনব্যাপি ২৫ টি ইভেন্টে তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হোসাইন বলেন, চলনবিল অধ্যুষিত প্রত্যন্ত গ্রামাঞ্চলে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত। স্বাধীনতা পরবর্তী সময় থেকেই বিদ্যালয়টি অত্র অঞ্চলের নারী শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা জাগ্রত করতে শিক্ষকরা প্রতিনিয়ত পাঠদানসহ বিভিন্ন শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছেন।