1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে লুটপাটের অর্থ ব্যবস্থাপনার জন্য একটি বিশেষ তহবিল গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার আওয়ামীপন্থি ৬১ আইনজীবীর জামিন স্থগিত রাখার আদেশ বগুড়ায় মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে রিটের আদেশ ২৬ মে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে গড়তে হবে : তারেক রহমান বিশেষ অনুমতি ছাড়াই কুয়েতের ভিসা সুবিধা পাচ্ছেন বাংলাদেশিরা : উপদেষ্টা আসিফ ২০২৫-২৬ অর্থবছরের ২ লাখ ৩০ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন পাসপোর্টে ডলার এনডোর্সমেন্ট ফি ৩০০ টাকা এনবিআর বিলুপ্ত করে দুই বিভাগ করার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

১৮ কোটি মানুষ এক ইঞ্চি জমিও ভারতকে দখল করতে দেবে না: ভিপি নুর

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
  • ৬৫ সময় দর্শন

বাংলাদেশের ১৮ কোটি মানুষ এক ইঞ্চি জমিও ভারতকে দখল করতে দেবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, আজকে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় বিএসএফের সঙ্গে গোলাগুলি হয়েছে। আমাদের বিভিন্ন সীমান্তে তারা কাঁটাতারের বেড়া দিয়ে কিছু জমি দখলের পাঁয়তারা করছে। কারণ, শেখ হাসিনা সরকার অনেক ক্ষেত্রে তাদেরকে সুযোগ করে দিয়েছিল। কিন্তু আমাদের পরিষ্কার বার্তা, আমরা বেঁচে থাকতে সেই সুযোগ তারা পাবে না।

আজ শনিবার বিকেলে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রংপুরের গঙ্গাচড়ায় মাল্টিপারপাস হলরুমে আয়োজিত মতবিনিময় সভায়  তিনি এ কথা বলেন।

নুরুল হক নুর বলেন, ভারতীয় কর্তৃপক্ষকে বলে দিতে চাই, আপনারা শেখ হাসিনার সরকারের পতনের পর যে খেলা শুরু করেছেন, সেটা বন্ধ করুন। অন্যথায় আপনাদের জন্য সেটা শুভ হবে না। সরকারকে অনুরোধ জানাব, সীমান্তবর্তী মানুষকে সামরিক ট্রেনিং দেন, প্রয়োজনে বিজিবির সঙ্গে তারাও কাজ করবে। তবুও ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমাদের দেশে একটা লাশ পড়লে ওপারের দুইটা লাশ ফেলাতে হবে।

গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, সরকার শতাধিক পণ্যে কর এবং শুল্ক বাড়িয়েছে। টিস্যু, ওষুধ, রেস্টুরেন্টে এমনকি মোবাইলে কথা বলাতেও ভ্যাট-ট্যাক্স বাড়িয়ে দিয়েছে। শুল্ক ও কর বাড়ার এই গণবিরোধী সিদ্ধান্তে মানুষের আরও ভোগান্তি হবে।

দল হিসেবে আওয়ামী লীগ সম্পর্কে তিনি বলেন, আওয়ামী লীগ এখন একটা মরা লাশ। তাকে টানাটানি করে সান্ত্বনা ছাড়া আর কিছুই মিলবে না। কোনোভাবেই এই আওয়ামী লীগকে আর রাজনীতি করার সুযোগ দেওয়া যাবে না। কারণ, তারা আবার কোনোভাবে ফিরে এলে বিগত সময়ের চেয়েও ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি হবে। ৫ আগস্টের আগে আওয়ামী লীগ বিরোধী দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল, তাতে ফাটল ধরেছে। দলগুলোর মধ্যে যত ফাটল ধরবে ফ্যাসিবাদ তত তাড়াতাড়ি ফিরে আসার সুযোগ পাবে।

নির্বাচন প্রসঙ্গে নুর বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেওয়া হলে  নতুন নেতৃত্ব সৃষ্টি হবে। রাজনীতি সম্পর্কে মানুষের একটা ইতিবাচক ধারণা তৈরি হবে। কিন্তু জাতীয় নির্বাচন আগে হলে নির্বাচিত রাজনৈতিক দল এককভাবে সরকার গঠন করতে পারলে তারা স্থানীয় নির্বাচনে প্রভাব বিস্তার করার চেষ্টা করবে।

এ সময় গণঅধিকার কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদ সদস্য ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সমন্বয়ক হানিফ খান সজিবকে আগামী নির্বাচনের প্রার্থী ঘোষণা করেন।

হানিফ খান সজিবের সভাপতিত্বে মতবিনিময় সভায়  আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মোন্নাফ, রংপুর বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির সহ-দফতর সম্পাদক ইব্রাহিম খোকন, কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য হাজী মো. কামাল হোসেন, আমিনুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিন ইয়ামিন মোল্লা, যুব অধিকার পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক এরশাদুল হক, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মামুনুর রশিদ, ছাত্র অধিকার পরিষদের রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম শিশির প্রমুখ।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host