1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে লুটপাটের অর্থ ব্যবস্থাপনার জন্য একটি বিশেষ তহবিল গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার আওয়ামীপন্থি ৬১ আইনজীবীর জামিন স্থগিত রাখার আদেশ বগুড়ায় মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে রিটের আদেশ ২৬ মে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে গড়তে হবে : তারেক রহমান বিশেষ অনুমতি ছাড়াই কুয়েতের ভিসা সুবিধা পাচ্ছেন বাংলাদেশিরা : উপদেষ্টা আসিফ ২০২৫-২৬ অর্থবছরের ২ লাখ ৩০ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন পাসপোর্টে ডলার এনডোর্সমেন্ট ফি ৩০০ টাকা এনবিআর বিলুপ্ত করে দুই বিভাগ করার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

পুরোনো পদ্ধতি জিয়ে রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়:নুরুল হক নূর

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
  • ৩৬ সময় দর্শন

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, পুরোনো পদ্ধতি জিয়ে রেখে আগামীর  নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। জনআকাঙ্ক্ষা পূরণের জন্য গণঅভ্যুত্থান হয়েছে। তাই পূর্ণাঙ্গ সংস্কারের মাধ্যমে নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে অন্তর্র্বতীকালীন সরকার। তিনি আরও বলেন, ৯০ পরবর্তী আমরা তরুণ প্রজন্ম মনে করি বাংলাদেশে যে ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা ছিল, তার পরিবর্তন দরকার। সেই ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন দরকার। আগামীর নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে গণঅধিকার পরিষদ নতুন রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে আগামী নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায়। এজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন।

নূর আরো বলেছেন,অতীতে আওয়ামী সরকারের যে দুঃশাসন তা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে একটি সংকটে ফেলেছে। যার ফলে ২০২৪ এর গণঅভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছিল। এই গণঅভ্যুত্থানের আইনি রাজনৈতিক সাংবিধানিক সকল প্রকার বৈধতা দানের জন্য একটি ঘোষণাপত্র প্রয়োজন।

আজ শুক্রবার দুপুরে নগরীর সিটি বাজারে  রংপুর জেলা কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। নূর আরও বলেন, গণঅধিকার পরিষদ আন্দোলনের অগ্নিগর্ভ থেকে জন্ম নেওয়া একটি দল। কোনো রাজনৈতিক ছত্রছায়া বা সেনা কর্মকর্তার মদদে এ দলের সৃষ্টি হয়নি। তাই রাষ্ট্র পুনর্গঠন ও সংস্কারে শক্তিশালী ভূমিকা রাখছে গণঅধিকার পরিষদ। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি নূর আরো বলেন, গণবাধিকার পরিষদ বাংলাদেশ একটি ব্যতিক্রম দল।

যে দলটি সেনা ছাউনি কিংবা সাময়িক বাহিনীর পৃষ্ঠপোষকতায় বা সরকারের অনুকূল্যে ভোরে ওঠেনি। এই দলটি একটি তৈরি হওয়ার রাজনৈতিক দল। আজকের যে জুলাই গণঅভ্যুত্থান তার সূত্রপাত ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে। আমরা মনে করি যেহেতু ২০২৪ শের জুলাইয়ের গণঅভ্যুত্থানে দেশের সকল মানুষ দল মত নির্বিশেষে অংশগ্রহণ করেছি, লড়াই করেছে, রক্ত ঝরিয়েছে জীবন দিয়েছে। তাই জুলাই বিপ্লব ঘোষণাপত্র দেওয়া জরুরি হয়ে পড়েছে বলে মনে করছি।

তিনি আরো বলেন, কোন অধিকার পরিষদ মনে করে নির্বাচন বা ভোটের জন্য জুলাই গণঅভ্যুত্থান হয়নি। এ বিষয়ে বৃহস্পতিবার বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আমন্ত্রনে জুলাই বিপ্লব ঘোষণাপত্রের বিষয় আমরা বিভিন্ন রাজনৈতিক দল মিলিত হয়েছি। মতামত দিয়েছি। আশা করছি খুব শীঘ্রই এই ঘষামনা পত্র বাস্তবায়ন হবে। এছাড়াও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় জনভোগান্তি দূর করতে স্থানীয় নির্বাচন প্রয়োজন। এ লক্ষ্যেই তার দল নির্বাচন কমিশনে সুপারিশ করেছে।

এ সময় উপস্থিত ছিলেন,গণধিকার পরিষদ সিনিয়র সহ সভাপতি ফারুক হাসান,সদস্য হানিফ খান সজীব,রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মোন্নাফ,কার্যকরী সদস্য, হাজী কামাল হোসাইন,রংপুর জেলা, মহানগর, উপজেলা ছাত্র, যুব, শ্রমিক ও অঙ্গ সহযোগী নেতৃবৃন্দ। পরে গণধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নুর সড়ক পথে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় আয়োজিত জনসভায় যোগ দিতে রওনা দেন।

সূত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host