পাবনার ভাঙ্গুড়ায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অপরাধে দুই মাটি ব্যবসায়ীকে ৫৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এরা হলেন- উপজেলার ঝবঝবিয়া গ্রামের বাসিন্দা হাসিনুর রহমান ও দহপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল হাই।
আজ রবিবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমীয়া আক্তার রোজী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায় , বেশ কিছু দিন ধরে মাটি ব্যবসায়ী হাসিনুর ও আব্দুল হাই ফসলি জমি থেকে মাটি কেটে তা অন্যত্র বিক্রি করে আসছিলেন। স্থানীয় বাসিন্দারা বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করলে আজ রোববার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় হাসিনুরকে ৫০ হাজার এবং আব্দুল হাইকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমীয়া আক্তার রোজী আমার দেশকে বলেন, ফসলি জমি থেকে মাটি কেটে বিক্রি করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ মোতাবেক ওই দুই ব্যক্তিকে ৫৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।