সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে উত্তেজনার মধ্যে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (১২ জানুয়ারি) তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হয়।
এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সীমান্তের পাঁচটি স্থানে ভারত কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করেছিল, তবে স্থানীয় জনগণ এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) শক্ত অবস্থানের কারণে কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে ভারত। তিনি জানান, ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এবং বিজিবির মধ্যে এই ইস্যু নিয়ে আলোচনা চলছে।
এই বিষয়ে কূটনৈতিক উদ্যোগ নেওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে এবং তারা ভারতীয় হাইকমিশনের সঙ্গে দ্রুত যোগাযোগ করবে। এ পরিস্থিতি মোকাবিলায় আগামী ফেব্রুয়ারিতে বিজিবি ও বিএসএফের মধ্যে ডিজি পর্যায়ে বৈঠক হওয়ার কথা রয়েছে।
অপরদিকে, স্বরাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন যে, অতীতে সরকারের পক্ষ থেকে সীমান্তে বেড়া নির্মাণ সংক্রান্ত কিছু অসম চুক্তি করা হয়েছিল, যা এখন বাতিল করার প্রক্রিয়া চলছে। তিনি জানান, এসব চুক্তির বিরুদ্ধে বাংলাদেশ সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং সীমান্তে বেড়া নির্মাণের কাজ বন্ধ রাখা হবে।
এ পরিস্থিতিতে, পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাইকমিশনারকে তলব করে কূটনৈতিকভাবে বিষয়টি দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছে।
সূত্র: এফএনএস