পাবনার ভাঙ্গুড়ায় রিফাত নামের এক বছর বয়সী শিশু সন্তানকে মাটিতে আছড়ে মেরে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে।বুধবার (১ জানুয়ারী) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার প্রত্যন্ত খানমরিচ ইউনিয়নের রমানাথপুর গ্রামে এই মৃত্যুর ঘটনা ঘটে।সন্তানের মৃত্যুর কিছু সময় পর পাষান্ড বাবা আলাউদ্দিন বাড়ি থেকে পালিয়ে যায়।খবর পেয়ে ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
থানা-পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে আলাউদ্দিনের সঙ্গে স্ত্রী রুমার কথা-কাটাকাটি চলছিল।আর পাশেই একটি চেয়ারে শিশু রিফাতকে বসিয়ে রাখা হয়েছিল। হঠাৎ চেয়ার থেকে মাটিতে পড়ে যায় শিশুটি।এসময় ক্ষিপ্ত হয়ে বাবা আলাউদ্দিন রিফাতকে তুলে মাটিতে আছাড় মারে।এ ঘটনায় শিশুটি মারাত্মক আহত হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
এঘটনার পরদিন স্ত্রী ও অসুস্থ শিশুকে নিয়ে কাজের সন্ধানে চাঁপাইনবাবগঞ্জে যান আলাউদ্দিন। সেখানে তারা স্বামী-স্ত্রী একটি রাইচ মিলে শ্রমিকের কাজ নেন। সেখানে যাওয়ার পর রিফাত আরও অসুস্থ হয়ে পড়লে তাকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। তারপরও শিশুটির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এ অবস্থায় গত মঙ্গলবার সন্ধ্যায় স্ত্রী-সন্তানসহ রামনাথপুর গ্রামের বাড়িতে চলে আসেন আলাউদ্দিন। হঠাৎ বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে শিশু রিফাত মৃত্যুর কোলে ঢলে পড়ে।
শিশুটির মা রুমা খাতুন অভিযোগ করেন, মাটিতে আছড়ে মারার কারণেই অসুস্থ হয়ে রিফাতের মৃত্যু হয়েছে। তিনি এঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, শিশুটির লাশ উদ্ধার করে পাবনা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত সম্পন্ন হলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।