ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পাবনার ভাঙ্গুড়ায় তারুণ্যের উৎসব-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। এর প্রতিপাদ্য বিষয় ছিল-‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’। আজ সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার বেশ কিছু তরুণ-তরুণীর উপস্থিতিতে তারুণ্যের এই উৎসব উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নাজমুন নাহার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন। এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর এলাকা প্রদক্ষিণ করে। উপজেলা প্রশাসনের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এই কর্মসূচি বাস্তবায়ন করছে ।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ভাঙ্গুড়া পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) তাসমীয়া আক্তার রোজী,উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফারুক,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সামিউল ইসলাম তাজ, ভাঙ্গুড়া প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক সাথাওয়াত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।