পাবনার ভাঙ্গুড়ায় ৭৪ জন হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গত ১৭ই ডিসেম্বর উপজেলার বি বি দাখিল মাদ্রাসা চত্বরে ‘গ্রাম সামাজিক শক্তি কমিটি’ নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এই কম্বল বিতরণ করা হয়। এতে সার্বিক সহযোগিতা করেন ব্র্যাক ইউপিজি (আলট্রা পুওর গ্রাজুয়েশন প্রোগ্রাম)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক-এর পাবনা আঞ্চলিক ব্যবস্থাপক শামীম আরা। এ সময় ব্র্যাকের স্থানীয় কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তারা, সামাজিক, আর্থসামাজিক এবং স্বাস্থ্য উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে সবাইকে সচেতন করেন।