প্রতিনিধি,ভাঙ্গুড়া : পাবনার ভাঙ্গুড়া পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার(ভূমি)তাসমীয়া আক্তার রোজী এবার আলোকিত করলেন বড়াল বেইলি ব্রিজ। পৌরসভার শরৎনগর বাজার ও ভাঙ্গুড়া বাজারের মধ্যে সংযোগ রক্ষা ছাড়াও বড়ালব্রিজ রেল স্টেশন এবং বাসস্ট্যান্ড এর যাত্রী সাধারণের পারাপারের ক্ষেত্রে এই বেইলি ব্রিজটি খুবই জনগুরুত্বপূর্ণ স্থাপনা। রাতের অন্ধকারে জণসাধারণ এই ব্রিজ পারাপারের সময় নানা সমস্যার সম্মুখিন হতেন। এছাড়া অন্ধকারে যানবাহন চলাচলের সময় নারী,শিশু ও বৃদ্ধরা প্রায়ই দূর্ঘটনার শিকার হতেন। তাই নাগরিক সাধারণের সুবিধার্থে বেইলি ব্রিজ আলোকিতকরণের উদ্যোগ নেন পৌর প্রশাসক তাসমীয় আক্তার রোজী।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, প্রকল্পটি অতিব জনগুরুত্বপূর্ণ বিধায় রাজস্ব খাতের অর্থে এটা বাস্তবায়ন করা হলো। তিনি আরো বলেন গত ৫ আগস্ট ব্রিজের বাতিগুলো ও বৈদ্যুতিক লাইন মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হওয়ায় নাগরিক সাধারণের চলাচলে কষ্ট হচ্ছিল। গত শনিবার আলোকিতকরণের কাজ শেষ হয়। এজন্য কালবিলম্ব না করে রবিবার সন্ধ্যায় পৌরসভার প্রশাসক সুইচ টিপে ব্রিজের সকল বাতি জ্বালিয়ে আলোকিত করলেন। এসময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আমিনুল ইসলাম,সহকারী প্রকৌশলী মিনহাজুর রহমান,উপসহকারী প্রকৌশলী খোরশেদুল আলম,পৌরসভার হিসাব রক্ষণ অফিসার নাজমুল হুদা প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পৌর প্রশাসক ও সহকারী কমিশনার(ভূমি)তাসমীয়া আক্তার রোজী বলেন,নাগরিক সেবা বৃদ্ধি এবং জনগণের অসুবিধা দূরীকরণে পৌরসভার প্রশাসক ও কর্মকর্তা-কর্মচারীরা তৎপর রয়েছেন। তিনি আরো বলেন,ময়লা-আবর্জনা পরিস্কার, রাস্তা ও ড্রেন সংস্কার,মশা নিধন,ডাস্টবীন বিতরণ এবং রাস্তার বাতি জ্বালাতে কোনো ত্রুটি যাতে না হয় সেদিকে নজর রেখে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভবিষ্যতেও কল্যাণমূলক প্রকল্প প্রণয়ন করা হবে।