সিরাজগঞ্জের রায়গঞ্জে ঢাকা-বগুড়া মহাসড়কের পল্লীবিদ্যুৎ অফিসের উত্তর পার্শ্বে ভূঁইয়াগাঁতী ব্রিজের নিচ থেকে আব্দুল মান্নান (৬০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে সলঙ্গা থানা পুলিশ। নিহত আব্দুল মান্নান সলঙ্গা থানার চড়িয়াশিকা মাঠপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
গত বৃহস্পতিবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে পুলিশের ধারণা, ওই বৃদ্ধ মানসিক ভারসাম্যহীন। ব্রিজের পার্শ্বে রাস্তা আছে মনে করে রেলিংয়ের সাথে ধাক্কা লেগে নিচে পড়ে গিয়ে মারা যান বলে এলাকাবাসী ধারণা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকালে আব্দুল মান্নান বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। রাতে পরিবারের লোকজন অনেক স্থানে তাকে খোঁজাখুঁজি করে কোনো সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে ভূঁইয়াগাঁতী ব্রিজের নিচে এক মৃত দেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দিলে, সলঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত দেহটি উদ্ধার করে।
এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, মরদেহটি ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এফএনএস