আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া রাজধানীতে শনিবার দিবাগত রাত থেকেই নিরাপত্তা বাড়ানো হয়েছে।
সচিবালয়সহ গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে আইনশৃঙ্খলা বাহিনীর পাহারা বসানো হয়েছে। এছাড়া বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানো হয়েছে। কোনও কোনও জায়গায় চেক পয়েন্ট বসানো হয়েছে।
এদিকে আওয়ামী লীগ তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে গতকাল রোববার ‘গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ নভেম্বর জিরো পয়েন্টে আসার ডাক’ কর্মসূচি ঘোষণা করে। কর্মসূচি প্রতিরোধে একই জায়গায় পাল্টা গণজমায়েত ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল রাতেই রাজধানীর জিরো পয়েন্টে অবস্থান নেন শতাধিক ছাত্র-জনতা।
সূত্র: মানবজমিন