পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের ঘোষণা মোতাবেক সারা দেশে নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযান চালানো হচ্ছে। এ অভিযানের অংশ হিসেবে আজ রোববার ৯টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে ১৮টি প্রতিষ্ঠানকে ৮৮ হাজার ৫০০ টাকা জরিমানা এবং ৯৩৬ কেজি পলিথিন জব্দ করা হয়।
রাজধানীর হাতিরপুল, রামপুরা ও মগবাজার এলাকায় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার ও সুলতানা সালেহা সুমীর নেতৃত্বে দুটি মোবাইল কোর্ট পরিচালিত হয়।
সূত্র: বাসস