পাবনার সুজানগরের পদ্মা নদীতে সফলভাবে সম্পন্ন হয়েছে ইলিশের প্রজনন মৌসুমে ইলিশ মাছ রক্ষা অভিযান ২০২৪। উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে গত ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত পরিচালিত টানা ২২দিনের এই অভিযানে গ্রেপ্তার হয়েছে ১১জন মৎস্যজীবী আর মামলা হয়েছে ২৫টি। গ্রেপ্তারকৃত মৎস্যজীবীদের মধ্যে ভ্রাম্যমাণ আদালত ৩জন মৎস্যজীবীকে বিভিন্ন মেয়াদে জেলা এবং ৯জন মৎস্যজীবীকে ৪৪০০০টাকা জরিমানা করেছে। এ সময় অসাধু মৎস্যজীবীদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ২লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং জব্দ করা হয়েছে ২১৩ কেজি মা ইলিশ।
সুজানগর উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান জানান, ইলিশের চলতি প্রজনন মৌসুমে সরকার ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত মোট ২২দিন ইলিশ মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু কতিপয় অসাধু মৎস্যজীবী সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীর নাজিরগঞ্জ, গোয়ারিয়া, ভাটপা
ড়া, শ্যামনগর, নারুহাটি এবং সাতবাড়ীয়াসহ ৮/১০টি পয়েন্ট থেকে অবৈধভাবে ইলিশ মাছ শিকার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদের নেতৃত্বে উপজেলা মৎস্য বিভাগ, সুজানগর থানা পুলিশ ও নাজিরগঞ্জ ফাঁড়ির নৌ-পুলিশ প্রতিদিন নদীতে স্পিডবোট এবং ইঞ্জিন চালিত নৌকাযোগে অভিযান পরিচালনা করে ওই সকল মৎস্যজীবীকে গ্রেপ্তার, জাল উদ্ধার এবং ইলিশ মাছ জব্দ করেন।
জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় এতিম খানায় বিতরণ এবং উদ্ধারকৃত জাল নদীপাড়ে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। এ ছাড়া ওই অভিযানের অংশ হিসাবে উপজেলার হাট-বাজার, মৎস্য আড়ত এবং মাছঘাট পরিদর্শনের পাশাপাশি নদীপাড়ে একাধিক জনসচেতনতামূলক সভা করা হয় বলেও উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান জানান।
এফএনএস