1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৭ পূর্বাহ্ন

প্রথমদিন পণ্য ছাড়া রহনপুর ছেড়ে গেল কৃষিপণ্য স্পেশাল ট্রেন

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ২৬ সময় দর্শন

চালুর প্রথমদিন পণ্য ছাড়াই স্পেশাল ট্রেনটি রহনপুর রেলস্টেশন থেকে ছেড়ে গেছে। নির্দিষ্ট সময়ের আধাঘন্টা দেরিতে শনিবার সকাল পৌণে দশটায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলস্টেশন থেকে ছেড়ে যায়। তবে ট্রেনটি চলাচলে এই স্টেশনে কোন আনুষ্ঠানিকতা ছিল না। রহনপুর স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মামুনুর রশিদ এ সময় উপস্থিত ছিলেন। তবে ট্রেনটিতে কোন পণ্য বুকিং হয়নি বলে রহনপুর রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টারে মামুনুর রশিদ জানিয়েছেন।

তিনি জানান, কৃষিপণ্য স্পেশাল এই ট্রেন প্রথমদিন আধাঘণ্টা দেরিতে পৌণে দশটায় রহনপুর রেলস্টেশন ছেড়ে যায়। এই ট্রেনটি চলাচলের বিষয়ে কৃষক,ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে। ট্রেনটিতে  শীতাতপনিয়ন্ত্রন লাগেজ ছাড়া আরও ৪টি সাধারণ লাগেজ রয়েছে। ট্রেনটি রহনপুর রেলস্টেশন থেকে যাত্রা শুরু করে নাচোল, আমনুরা জংশন, রাজশাহীর কাঁকনহাট, রাজশাহী সদর, সরদহ রোড, আড়ানী, নাটোরের আব্দুলপুর, আজিমনগর, পাবনার ঈশ্বরদী বাইপাস, চাটমোহর, বড়ালব্রীজ ও জয়দেবপুর হয়ে ঢাকা তেজগাঁও স্টেশনে পৌছাবে ৫টা ২০ মিনিটে। প্রথমদিন আবহাওয়া খারাপ থাকায় ট্রেনটিতে কোন বুকিং হয়নি। কৃষক ও ব্যবসায়ীরা তাকে জানিয়েছেন ট্রেনটি বিকেল ৫ টার পর ছাড়লে পণ্য বুকিং করতে তাদের ভাল হবে। সারাদিন বিভিন্ন কাঁচামাল পণ্য কিনে বিকেলে বুকিং দেওয়া তাদের সহজ হবে। তাদের এই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন বলে তিনি জানান।
ব্যবসায়ীরা জানিয়েছেন, মূল ভাড়া কম থাকলেও কুলি ও অন্যান্য পরিবহন খরচ মিলে সড়কপথের চেয়ে ট্রেনে খরচ পড়ছে বেশি। আরেকদিকে ট্রেনের সময় সকালে হওয়ায় বাজারজাত নিয়েও রয়েছে নানা শঙ্কা। তবে বিকেল কিংবা রাতে ট্রেনটি যাত্রা শুরু করলে দিনের কৃষিপণ্য তুলে রাতভর পরিবহন করে সকালে মোকামে পৌঁছনো যায়। এ ছাড়া ট্রেনের শিডিউল বিপর্যয়সহ নানা কারণে সময়মতো মালামাল পৌঁছাতে না পারলে ন্যায্য দাম পাওয়া নিয়েও শঙ্কা করছেন কৃষক ও ব্যবসায়ীরা। এসব কারণে প্রথম দিনে শাক-সবজি ছাড়াই ট্রেনটিকে শূন্য লাগেজ ভ্যান নিয়েই ছুটতে হয়েছে ঢাকার দিকে।

তারা আরও জানান, বিশেষ এই ট্রেনে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলস্টেশন থেকে পণ্য পরিবহণে ভাড়া কেজিপ্রতি ১ টাকা ৩০ পয়সা। এর সঙ্গে মাঠ থেকে স্টেশন, স্টেশন থেকে মোকাম আলাদা পরিবহন খরচ ও কুলি খরচ মিলে প্রতিকেজির খরচ দাঁড়ায় ৩ টাকারও বেশি। অন্যদিকে, ট্রাকে মালামাল পরিবহনের খরচ হয় দুই থেকে আড়াই টাকা। ফলে ট্রেনে সাড়া মিলছে না ব্যবসায়ীদের। পাশাপাশি সন্ধ্যার সময়ে ট্রেন চালু ও ব্যাপক হারে প্রচার-প্রচারণা করার দাবি ব্যবসায়ীদের।

আজিম উদ্দিন নামের এক কাঁচামাল ব্যবসায়ী বলেন, ট্রেনের মূল ভাড়া কম। তবে ফসলের মাঠ থেকে স্টেশন এবং স্টেশন থেকে মোকাম আলাদা যানবাহনে পরিবহন করতে বাড়তি খরচ রয়েছে। এ ছাড়া ট্রেনে মালামাল তোলা ও নামাতে কুলিদের অনেক টাকা দিতে হয়। কুলিরা যে যার ইচ্ছেমতো টাকা নেয়। তাই কেউ ট্রেনে পণ্য পাঠাতে আগ্রহ দেখাচ্ছে না।

রেলওয়ে সূত্রে জানা যায়, রহনপুর-ঢাকা রুটে কৃষিপণ্য স্পেশাল ট্রেনে রয়েছে পাঁচটি লাগেজ ভ্যান বগি। এরমধ্যে শীতাতপ নিয়ন্ত্রিত বগি রয়েছে একটি, বাকি চারটি সাধারণ বগি। অত্যাধুনিক লাগেজ ভ্যানে কৃষিপণ্যের মধ্যে ফল, সবজি ছাড়াও রেফ্রিজারেটেড লাগেজ ভ্যানে হিমায়িত মাছ, মাংস ও দুধ পরিবহনের ব্যবস্থা রয়েছে। কৃষক ও ব্যবসায়ীদের ঢাকায় যাওয়ার জন্য রয়েছে ব্যবস্থা। সবজির সঙ্গে তাদের বিনা ভাড়ায় যাওয়ার সুযোগ রাখা হয়েছে। সকাল থেকেই বৃষ্টি ও আবহাওয়া অনুকুলে না থাকায় প্রথম দিনে বুকিং না হওয়ার দাবি রেল কর্তৃপক্ষের।

প্রসঙ্গত, বিশেষ ট্রেনটি সপ্তাহে একদিন শনিবার চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলস্টেশন থেকে পণ্য নিয়ে সকাল ৯টা ১৫ মিনিটে যাত্রা শুরু করে ১৩টি স্টেশনে যাত্রাবিরতি করে ঢাকায় পৌঁছাবে বিকেল ৫টা ২০ মিনিটে।

এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host