পাবনার ভাঙ্গুড়া উপজেলা পরিষদের নির্ঝরিনী পার্কে লেডিস ক্লাবের ফল উৎসব গান ও নৃত্যে জমে ওঠে। ইউএনও মোহাম্মদ নাহিদ হাসান খান এর সহযোগিতায় বুধবার (২১ জুন)বিকালে রঙিন ফল আর বর্ণিল এই উৎসবের আয়োজন করেন লেডিস ক্লাবের সভাপতি নুসরাত জাহান। এ উপলক্ষ্যে নির্ঝরিনী পার্ক বর্নিল সাজে সজ্জিত করা হয়।
উৎসবে আম, জাম, কাঠাঁল, পেয়ারা, লিচু, লটকন, আঙ্গুর, কলা, বাঙ্গি, তরমুজ, নারকল, জামরুল, চেরি, তেঁতুল, সফেদা প্রভৃতি ফল স্থান পায়।
কবি নুরুজ্জামান মুসাফির এর নিজের লেখা উৎসব সংক্রান্ত কবিতা-গানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। স্বাগত বক্তব্য দেন লেডিস ক্লাবের সভাপতি নুসরাত জাহান তারিন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোঃ বাকি বিল্লাহ ও তার সহধর্মিণী প্রভাষক লিলি আক্তার যুগলকন্ঠে একটি দেশের গান গেয়ে সান্ধ্যকালিন সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করেন।
ইউএনও মোহাম্মদ নাহিদ হাসান খান, উপজেলা সহকারী কমিশনার(ভুমি)তাসমীয়া আক্তার রোজী,মলয় কুমার দেব ও উদয় কুমার দেব রবীন্দ্র সঙ্গীত এবং দেশের গান পরিবেশন করেন।
পল্লি বিদ্যুতের ভাঙ্গুড়া জোনাল অফিসের ডিজিএম নুরুল হুদা পরিবেশন করেন একটি অসাধারণ লোকনৃত্য। এছাড়া শিশুদের মনোমুগ্ধকর নৃত্য ও শিল্পীদের মিষ্টি কন্ঠের গান দর্শক মাতিয়ে রাখে।
উৎসবে ফল খাওয়ায় অংশ নেন উপজেলা চেয়ারম্যান মোঃ বাকি বিল্লাহ, ইউএনও মোহাম্মদ নাহিদ হাসান খান,লেডিস ক্লাবের সভাপতি নুসরাত জাহান,লেডিস ক্লাবের অন্যতম কর্নধর এসি ল্যান্ড তাসমীয়া আক্তার রোজী ও অন্যান্য সদস্যবৃন্দ,উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রন্জু ও অন্যান্য জনপ্রতিনিধি,সরকারি কর্মকর্তা,বিভিন্ন দপ্তরের প্রধানগন,অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম,শিক্ষক,সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
পরে উপজেলা নির্বাহী অফিসারের আমন্ত্রণে সবাই নৈশ ভোজে অংশ নেন।