পাবনার ভাঙ্গুড়ায় মোটরসাইকেল ও নসিমন (আলমসাধু) মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নসিমন চালক ফরিদ উদ্দিনকে (১৯) আটক করেছে থানা পুলিশ। এ সময় মোটরসাইকেল ও নসিমন গাড়ী জব্দ করা হয়।
মোটরসাইকেল চালক কবির হোসেনকে (৩০) উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কবির যশোর জেলার কেশবপুর উপজেলার বিদ্যানন্দকাটি গ্রামের শামছুল রহমানের ছেলে। নসিমন চালক ফরিদ ভাঙ্গুড়া উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের কাশিপুর গ্রামের নুরুবক্স এর ছেলে।
রোববার (১৮ জুন) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের নৌবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কবির হোসেন মোটর সাইকেল যোগে ভাঙ্গুড়া উপজেলার খান মরিচ ইউনিয়নের ময়দানদীঘি হতে শরৎনগর বাজারে যাচ্ছিল। পথে নৌবাড়িয়া গ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি নছিমন (আলমসাধু) গাড়ীর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা কবিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কতর্ব্যরত চিকিৎসক বলেন, কবিরের ডান হাতের হাড় ভেঙ্গে গেছে এবং মুখ মন্ডলসহ শরীরের বিভিন্নস্থানে রক্তাক্ত জখম হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নসিমন চালকসহ দুর্ঘটনাকবলিত গাড়ি দুইটি থানায় আনা হয়েছে।