দীর্ঘ বিরোধ ও অচলাবস্থার নিরসন ঘটিয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) পুনর্গঠিত হয়েছে। শহিদুল ইসলাম পাইলট ( সমকাল) কে সভাপতি, সাঈদুর রহমান রিমন (বাংলাদেশ প্রতিদিন) কে সিনিয়র সহসভাপতি ও জসিম মাহমুদ (দৈনিক স্টারলাইন) কে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্যের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
এ ছাড়াও পুনর্গঠিত কমিটিতে সোহাগ আরেফিন (দৈনিক অন্যদিগন্ত) কে যুগ্ম সাধারণ সম্পাদক ও শারমিন সুলতানা মিতু (দৈনিক সরেজমিন বার্তা) কে অর্থ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়।
গঠনতন্ত্র মোতাবেক প্রত্যেক শাখা কমিটির সভাপতি/ সাধারণ সম্পাদকগণ পদাধিকার বলে কেন্দ্রীয় সদস্য হিসেবে সংযুক্ত থাকবেন।
সাংবাদিকদের অধিকার আদায়ের লক্ষ্যে ২০১৩ সালে গঠিত বিএমএসএফ কে অতিসম্প্রতি একক ব্যক্তির পৈতৃক সম্পদের ট্রাস্টে পরিণত করার অপচেষ্টা ঘিরে চরম বিরোধ ও কোন্দলের সূত্রপাত ঘটে। অবশেষে গতকাল (১৪ মার্চ) সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্যদের সমন্বিত বৈঠক শেষে এ কমিটি পুনর্গঠনের মধ্য দিয়ে সব বিরোধের সুরাহা করা হয়।
গতকাল সকালে বিএমএসএফ এর মতিঝিলস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সংগঠনের সর্বোচ্চ পরিচালনা পর্ষদ ও নীতি নির্ধারণী উপদেষ্টা কমিটিও গঠন করা হয়েছে।
গঠনতন্ত্রের আলোকে সারাদেশে ভূয়া ও অপসাংবাদিকতা মুক্ত শাখা কমিটি পূণর্গঠনের ব্যাপারে জরুরি উদ্যোগ নেয়া হবে বলেও জানানো হয়।
সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেনঃ সাজ্জাদ হোসেন চিশতি (রাইজিং বিডি), কাজী মিরাজ (দৈনিক পরিবর্তন), ফজলুল কাদের চৌধুরী (দৈনিক রুপালী সৈকত), আকরাম হোসেন (আনন্দ টিভি),হাসান আল মামুন (দৈনিক সরেজমিন বার্তা), জসিমউদ্দিন চাষী (দৈনিক সমাজকন্ঠ), আলমগীর হোসেন (দৈনিক মুক্তখবর), আব্দুল্লাহ আল মামুন (দৈনিক প্রাণের বাংলাদেশ)।
সহ সম্পাদক ঃ আবু কায়ছার মাখন (আনন্দ টিভি), রিয়াজুল ইসলাম বাচ্চু (দৈনিক আজকের পরিবর্তন), মোবারক বিশ্বাস (এটিএন বাংলা), বদরুল আমীন (আলোকিত সকাল),কামরুল হক চৌধুরী (বাংলাদেশ অবজারভার), আকবর হোসেন সোহাগ (বাংলাদেশ প্রতিদিন), প্রভাষক পলাশ (দৈনিক সমুদ্রকন্ঠ), মো: আনোয়ারউল্লাহ (সংবাদ প্রতিদিন)।
সাংগঠনিক সম্পাদকঃ আমিনুল ইসলাম আহাদ (মেঘনা টিভি), সোহেল সরদার (স্বাধীন বাংলা), এম এ আকরাম (নয়াদিগন্ত), ইঞ্জিনীয়ার কামাল হোসেন (দৈনিক মুক্ততথ্য) মীর আলাউদ্দিন (দেশপত্র), জুয়েল খন্দকার (সংবাদ টিভি), মং সানু (ভোরের কাগজ), কবীর নেওয়াজ (মানুষের কল্যাণে প্রতিদিন)।
সহ সাংগঠনিক সম্পাদকঃ আজমীর তালুকদার (একুশে টেলিভিশন), খালেকুজ্জামান পান্নু (প্রতিদিনের সংবাদ), আবদুর রাহিম (স্বদেশ প্রতিদিন), সোহেল মিয়া (একুশে বাণী), তুষার হাওলাদার, তোফায়েল মিলন (দৈনিক গণকন্ঠ), সাজেদুর রহমান সাজু (মানবজমিন), মিজানুর রহমান (ফুলপুর)।
অর্থ সম্পাদক শারমিন সুলতানা মিতু (দৈনিক সরেজমিন বার্তা), সহ অর্থ সম্পাদক মারুফা জাহান মোনালিসা (আজকের খবর), দপ্তর সম্পাদক আনিসুর রহমান (এসএ টিভি), সহ দপ্তর সম্পাদক খাইরুল ইসলাম লাভলু (খবর বাংলাদেশ), প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমতিয়াজ উদ্দিন (দৈনিক ভোরের পাতা), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী ফায়েজ আহমেদ (দৈনিক মুক্তমত), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মেরাজ উদ্দিন (ইন্ডিপেন্ডেন্ট টিভি), শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক সেহ্লী পারভীন (দেশপত্র), তথ্য, প্রযুক্তি/আইটি সম্পাদক মেহেদী হাসান রিয়াদ (দৈনিক সরেজমিন বার্তা), সহ তথ্য, প্রযুক্তি/আইটি সম্পাদক আজিজুল ইসলাম যুবরাজ (সংবাদ টিভি), নারী ও শিশু বিষয়ক সম্পাদক তাসলিমা বেগম (দৈনিক মুক্তখবর), মানবাধিকার ও সমাজ কল্যাণ সম্পাদক লায়ন আলমগীর হোসেন (দৈনিক গণজাগরণ)।
সভায় বিএমএসএফ এর প্রতিষ্ঠাতা সদস্য এবং সাবেক নির্বাহী পরিষদ নেতা আহমেদ আবু জাফর, আবুল কালাম আজাদ, আবুল হোসেন তালুকদার এর সমন্বয়ে সর্বোচ্চ নীতি নির্ধারনী ‘উপদেষ্টা পরিষদ’ গঠন করা হয়।
একই সঙ্গে সাঈদুর রহমান রিমন (বাংলাদেশ প্রতিদিন) কে সভাপতি, আফজাল হোসেন (এনটিভি) কে সহসভাপতি ও মো: আজাহারুল হক (যুগান্তর) কে সাধারন সম্পাদক করে ৯ সদস্যের সর্বোচ্চ পরিচালনা পরিষদও গঠিত হয়েছে। পরিচালনা পর্ষদের সদস্যরা হচ্ছেন, এম রায়হান (চ্যানেল আই ও জনকন্ঠ), সজীব আকবর (দৈনিক খবরের আলো), মোহাম্মদ আলী সুমন (আইবিএন টিভি), মাসুম তালুকদার (স্বাধীন বাংলা), কামাল উদ্দিন (বৈশাখী টিভি), মজিবুল শেখ (দৈনিক কুষ্টিয়া দর্পণ)।
সর্বসম্মতিক্রমে সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, গৌরাঙ্গ দেবনাথ অপু (দৈনিক বাংলা ৭১), এস.এম রাশেদ (দৈনিক রুপালী দেশ), এম.এইচ মুন্না (দৈনিক গণজাগরণ), তরিকুল ইসলাম শামীম (একাত্তর টিভি), সুমন সরদার (বাংলাদেশের আলো), নাসির উদ্দিন লিটন (নেক্সাস টিভি), আব্দুল ওয়াদুদ (দৈনিক ঢাকা রিপোর্ট), রবিউল ইসলাম (যুগান্তর), জান্নাতুল ফেরদৌস (দৈনিক মুক্তমত), মোহাম্মদ সাহাদাত হোসেন (নয়াদিগন্ত ও দৈনিক ফেনীর সময়), পারভেজ মুন্না (দৈনিক ভোরের পাতা), প্রভাষক গিয়াস উদ্দিন (দৈনিক তৃতীয় মাত্রা), কাজী আয়েশা ফারজানা (কালেরকন্ঠ), আব্দুল্লাহ আল মামুন (প্রতিদিনের সংবাদ), মামুনুর রশীদ নোমানী (দৈনিক শাহনামা), কে এম শামসুদ্দোহা (সকালের সংবাদ), আতোয়ার রহমান মনির (একাত্তর টিভি ও দৈনিক সমকাল)।