ভাঙ্গুড়া প্রতিনিধি: আগামী ২৬ ফেব্রুয়ারি শনিবার একদিন সারা দেশের ন্যায় পাবনার ভাঙ্গুড়া উপজেলায় একযোগে করোনা ভ্যাকসিনের টিকা প্রদান করা হবে। এই কর্মসূচী সফলভাবে সম্পন্নের জন্য স্বাস্থ্য বিভাগ কে সহযোগিতা করতে জনপ্রতিনিধি,সুশিল সমাজ,শিক্ষক ও সাংবাদিদের প্রতি আহবান জানিয়েছেন ইউএনও মোহাম্মদ নাহিদ হাসান খান।
আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ সংক্রান্ত সভায় তিনি ওই আহবান জানান। তিনি আরো বলেন,পুর্বে বাদপড়া সকল নারী-পুরুষ, ঝরে পড়া শিক্ষার্থী,প্রতিবন্ধী,পথ শিশু,শ্রমজীবী যাদের বয়স ১২ থেকে ১৭ বছরের মধ্যে তারা যাতে কেউ ভ্যাকসিন থেকে বাদ না পড়ে সেদিকে দৃষ্টি দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। সেই সঙ্গে ২৬ ফেব্রুয়ারি ভ্যাকসিন প্রদান শেষে সন্ধ্যায় উৎসবমুখর পরিবেশে বাউল সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করতে সকলের প্রতি অনুরোধ জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো: বাকি বিল্লাহ। অন্যান্যের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রনজু,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: হালিমা খানম,সহকারী কমিশনার (ভুমি)বিপাশা হোসাইন,থানার অফিসার ইনচার্জ মু.ফয়সাল বিন আহসান,উপজেলা কৃষি অফিসার এনামুল হক,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ,প্রেসক্লাব সভাপতি অধ্যাপক মাহবুব-উল-আলম, সিনিয়র সহ-সভাপতি প্রভাষক গিয়াস উদ্দিন,সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: আব্দুস সালাম,ভাঙ্গুড়া বিএম কলেজের অধ্যক্ষ মো: বদরুল আলম,সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: রফিকুল ইসলাম,সরকারি দপ্তরের প্রধানগণ,শিক্ষক প্রমুখ উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আলহাজ মো: বাকি বিল্লাহ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার সকল নাগরিককে ভ্যাকসিন প্রদানের যে কর্মসূচী গ্রহন করেছেন তাতে সকল পর্যায়ের জনপ্রতিনিধিদের সক্রিয়ভাবে অংশ গ্রহন করতে হবে। তিনি আশা করেন এই কর্মসূচীর মাধ্যমে দেশ দ্রæত করোনা মুক্ত হবে। এছাড়া এই চ্যাল্ঞ্জে মোকাবেলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বরগণকে সতর্কতার সাথে দায়িত্ব পালনের জন্য তিনি পরামর্শ প্রদান করেন।
আলোচনা পর্বে গণটিকা কর্মসূচী বিষয়ে মুল বক্তব্য উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: হালিমা খানম। তিনি বলেন,ভাঙ্গুড়া উপজেলার ১,৪৭,১৯২জন টার্গেট পিপলের মধ্যে প্রায় ৯৫ হাজার মানুষকে টিকা প্রদান করা হয়েছে। অবশিষ্টদের টিকা প্রদানে সরকার বদ্ধ পরিকর। তিনি বলেন ২৬ ফেব্রæয়ারি একযোগে ভাঙ্গুড়া পৌরসভা ও ছয়টি ইউনিয়নের আওতায় বাদ পড়া সকলকে টিকা প্রদান করা হবে। সেই সঙ্গে প্রথম ডোজ টিকা প্রদানের কর্মসূচী সমাপ্ত হবে। একদিনের এই কর্মসূচী সফল করতে প্রতিটি ইউনিয়নে, প্রয়োজনে প্রতিটি ওয়ার্ডে টিকা বুথ স্থাপন করা হবে বলে তিনি জানান। এজন্য প্রয়োজনীয় ভলেন্টিয়ার নিয়োগ ও স্বাস্থ্যকর্মীদের সহায়তা করতে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তাদের দৃষি আকর্ষণ করা হয়।
আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবন উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত :
ইউএনও মোহাম্মদ নাহিদ হাসান খান এর সভাপতিত্বে বৃহস্পতিবার উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবন ২১ ফেব্রæয়ারি উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়। সভায় যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভির্য্যের সাথে দিবসটি পালনের জন্য সকলের প্রতি আহবান জানানো হয়। সেই সঙ্গে সরকারি নির্দেশনা অনুযায়ী একটি কর্মসূচী গ্রহন করা হয়। এগুলোর মধ্যে রাত ১২.০১ মিনিটে ভাঙ্গুড়া বাসস্ট্যান্ড কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠানিক পূষ্পমাল্য অর্পণ,সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন ও অধ:নমিত রাখা,সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠান উল্লেখযোগ্য।