অনলাইন ডেস্কঃ
ব্যাটারি চালিত থ্রি-হুইলার বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এ ধরনের গাড়ি আমদানি, ক্রয় ও বিক্রয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আজ বুধবার (১৫ ডিসেম্বর) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলিরুজ্জামানের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।
দেশে প্রায় ৪০ লাখ এসিড ব্যাটারিচালিত থ্রি-হুইলার রয়েছে। ইজিবাইক নামে পরিচিত এ যানগুলোর ব্যাটারি বিদ্যুতের মাধ্যমে চার্জ দিয়ে চালানো হয়। সরকারি অনুমোদন না থাকায় এসব থ্রি-হুইলার কয়েক বছর ধরে বৈধ-অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে আসছে। যার চাপ পড়ছে অন্য বৈধ ভোক্তাদের ওপর।