পাবনার ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বে-সরকারি সংস্থা ব্র্যাক।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ব্র্যাক পাবনা জেলা শাখা’র ব্যবস্থাপক মোঃ নুরুজ্জামান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বাকি বিল্লাহ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক গিয়াস উদ্দিন ও ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
অনুষ্ঠিত সঞ্চালনা করেন ব্র্যাক উপজেলা (সেলপ) অফিসার মুসাম্মা ইয়াসমিন।