উঠিল ঈদের চাঁদ
মোঃনূরুজ্জামান সবুজ –
নুরানী জ্যোতির হেলালী আভায়
উঠিল ঈদের চাঁদ
সপ্ত সিন্ধুর মহা কল্ললে তাই
খুশির ভাঙ্গিলো বাধ।
আত্মত্যাগের কুরবানী কর
হে মুমিন মুসলমান
তৌহিদী বাদের উড়ায়ে নিশান
গাও সৃষ্টিকর্তার গান।
আঁধারের পথে নাহেটে তুই
আলোর পথে আয়
হেরার আলোতে হ’ আলোকিত
হৃদয়ের আঙ্গিনায়।
হৃদয় শীতল করে নেরে তুই
ইসলামের ছায়াতলে
যুগে যুগে জনমে জনমে
যা নবী রাসুল গেছে বলে ।
গরিব দুঃখী টেনে নিয়ে বুকে
করে যা রে মোলাকাত
মানুষে মানুষে নেই ভেদাভেদ
হাতেতে মিলারে হাত ।
ঈদ মোবারক! ঈদ মোবারক!
হে মুসলিম- আহলান সাহলান-
অনন্ত অসীম প্রেমময় যিনি,
গেয়ে যাও তার গান।