বাঁচার সাধ জাগে
মোঃনূরুজ্জামান সবুজ
সম্ভাবনার দুয়ার খোলার
মানুষ গুলি কই
বন্যা খরা আগুনে পোড়ায়
এখন কেউ কি কারো নয়?
হারিয়ে যায় নৈতিকতা
নীতি কথার বাণী
প্রবঞ্চনার বেসাতি সাজিয়ে
শুধু পচা রশি টানাটানি!
সাম্যের গান বড় বেমানান
শুধু পাকা কথার ফুলঝুরি
স্বপ্নরা এখন পরী হয়ে উড়ে
যেন লাটাই বিহীন ঘুড়ি-
গণতন্ত্রের তন্ত্র মন্ত্র
এখন ভুয়া ভুয়া লাগে
স্বাধীনতায় মরিয়া আবার
বাঁচার সাধ টি জাগে।