লাল সবুজের বাংলায় এসেছে ফাগুন,মেঘাছান্ন বাংলার আকাশ, একটু বৃষ্টি, হালকা শীত কখনো, দুষ্টু মিষ্টি একটু রোদ্দুর,একটু কুয়াশা,বাংলার আকাশ বাতাস প্রকৃতিতেদেখামেলেএই সময় রংধনুর সাত রঙের নানান বাহার, আরপাখিদেরকলোকাকলী।
সব মিলিয়ে এযেনো ফাগুনের ছোঁয়ায় ভালোবাসার এ এক অপূর্ব লুকোচুরি খেলা,এমন পরিবেশে ভালোবাসাকে জানাই স্বাগত।
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে শুধু আছে নবাব সিরাজের প্রাণ প্রিয় সোনার বাংলার অপরুপ সব রুপের ছোঁয়া।
তাইতো বড্ড বেশি ভালোবাসি বাংলায়ফাগুনের ফুলেল প্রকৃতিকে,মিষ্টি মধুর বাংলা ভাষাকে, বাংলার তারুণ্যকে, গ্রাম বাংলার শ্রমিক শ্রেণীকে, বাংলার নিখাদবীর দেশপ্রেমীদের(নবাব আলিবর্দীখান, নবাব সিরাজউদ্দৌলা, বেগম লুৎফুন্নিসা, শের এ বাংলা এ কে ফজলুল হক, খান আতা, সিকান্দারআবুজাফর, ড. মুহাম্মদ ফজলুল হক, নেতাজী সুভাষ চন্দ্র বসু),এই সব কিছুই আমার সমস্ত হৃদয় জুড়ে।
সিরাজের প্রাণ প্রিয় বাংলার প্রাণ প্রিয় সকল হৃদয়কে ফাগুণ আর ঐতিহ্যের ফুলেল শুভেচ্ছা সহ ঐতিহ্যের৯ম প্রজন্মের সালাম।