উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ মুজিববর্ষ উপল¶ে সোমবার উল্লাপাড়ার মনোহরা গ্রামের মাঠে ঘোড় দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। উলাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম দু’দিন ব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। দুর্গানগর ইউনিয়ন পরিষদ এ প্রতিযোগিতার আয়োজন করে। ইউপি চেয়ারম্যান আফসার আলী জানান, ঘোড় দৌড় প্রতিযোগিতায় মোট ৫০টি ঘোড়া অংশগ্রহণ করবে আশা করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উলাপাড়া পৌর মেয়র এস এম নজর“ল ইসলাম বক্তব্য রাখেন।