সংবাদ ডেস্ক: ধর্মীয় অবমাননা ও অমিত শাহকে অপমান করা হয়েছে। এই অভিযোগে গ্রেফতার করা হল ভারতীয় স্ট্যান্ডআপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকীকে। অমিত শাহ সম্পর্কে ‘অশ্লীল মন্তব্য’ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ইন্দোরের একটি ক্যাফেতে কমেডি শো চলাকালীন গ্রেফতার করা হয় ওই যুবককে।
বর্ষবরণের অনুষ্ঠান হচ্ছিল ইন্দোরের জনপ্রিয় ফাইভ ডি এলাকার একটি ক্যাফেতে। আর সেখানে কমেডি শো-এর আয়োজন করা হয়েছিল।
ওই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন মুনাওয়ার ফারুকী। ওই দিন রাতে স্পেশাল শো করার জন্য তাকে আমন্ত্রণ করা হয়েছিল। শো শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠানটি বন্ধ করে দেয়া হয়।
এসময় কেবল ফারুকী নয়, ওই শো-এর সঙ্গে যুক্ত আরও চার জন- প্রখর ভায়াস, প্রিয়ম ভায়াস, নলিন যাদব এবং শো-কোঅর্ডিনেটর এডউইন অ্যানথনিকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। তারা এখন পুলিশ হেফাজতে রয়েছে। ঘটনাটির তদন্ত করছে পুলিশ। সূত্র : কলকাতা টোয়েন্টিফোর।