জন্মদিনের আগমুহূর্তে দারুণ এক সুখবর পেলেন জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান। অবশেষে তিনি করোনাভাইরাসের কবল থেকে মুক্ত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় সোশ্যাল সাইটে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ৯ অক্টোবর তাহসান গণমাধ্যমে বার্তা পাঠিয়ে আনুষ্ঠানিকভাবে করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন।
হাসিমুখে একটা ছবি পোস্ট করে তাহসান লিখেছেন, ‘একটু প্রশান্তির হাসি আর কৃতজ্ঞতা প্রকাশ…। Covid টেস্ট নেগেটিভ এসেছে, এজন্যে প্রশান্তির হাসি। আর এই পেইজে আজ হঠাৎ দেখছি ৮০ লক্ষ মানুষ, এত মানুষের ভালোবাসা পাবার যোগ্য আমি কিনা জানিনা, কিন্তু আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ 🙏।’
উল্লেখ্য, তাহসান ও তানজিন তিশাকে নিয়ে ‘মানিমেশিন’ ওয়েব সিরিজের শুটিং করছিলেন পরিচালক মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। এই সেট থেকে শুরুতে তিশা ও পরে তাহসানের কভিড-১৯-এ আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়, এরপর তাদের পরিচালক রাজও কভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন।