দলীয় নীতি,আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকায় পাবনা-৩ (চাটমোহর,ভাঙ্গুড়া,ফরিদপুর) আসনে বিএনপি’র বিদ্রোহী প্রার্থী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য,সাবেক এমপি আলহাজ্ব কে এম আনোয়ারুল ইসলামকে দল থেকে বহিস্কার করা হয়েছে।
একইসাথে পাবনা-৪ আসনের বিদ্রোহী প্রার্থী জাকারিয়া পিন্টুসহ সারাদেশের ৬৯ নেতাকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি
। গত বুধবার (২১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এতে বলা হয়,দলীয় নীতি,আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার জন্য বিএনপির ৬৯ জন নেতাকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ্য,পাবনা-৩ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছে কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। বিএনপি’র মনোনয়নবঞ্চিত আলহাজ্ব কে এম আনোয়ারুল ইসলাম বিদ্রোহী প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে বিএনপি’র প্রার্থীর ধানের শীষের বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।