পাবনার ফরিদপুর উপজেলার অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুরাইয়া হত্যার প্রতিবাদে ও জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে তার স্বজন, সহপাঠী ও স্থানীয় জনতা।
আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে ফরিদপুর উপজেলার জন্তিহার খেলার মাঠে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয় । ঘন্টা ব্যাপি অনুষ্ঠিত মানববন্ধনে কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করে।
এর আগে গত ১৮ জানুয়ারি সকালে নিখোঁজের পাঁচ দিন পর ডোবা থেকে স্কুলছাত্রী সুরাইয়ার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে থানা-পুলিশ। এর পরদিন ঘটনায় জড়িত সুরাইয়ার চাচাতো বোন ও দুলাভাইকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়।
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার অধ্যক্ষ আবুল হোসেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাসানুজ্জামান, কালিয়াকৈর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুঞ্জুরুল ইসলাম মনি, বৃলাহিড়িবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক এস এম আবু যুবাইর হেলাল, জন্তিহার দাখিল মাদ্রাসার সুপার আব্দুস সামাদ, কালিয়াকৈর দাখিল মাদ্রাসার শিক্ষিকা রুকসানা খাতুন, জন্তিহার গ্রামের আলমাছ ভূঁইয়া, প্রভাষক আকরামুল আলম জিন্নাহ, সাংবাদিক এস এম নাহিদ হাসান,নিহত সুরাইয়ার মা চাম্পা খাতুন, কালিয়াকৈর আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী রুকাইয়া খাতুন প্রমুখ।
মানবন্ধনে বক্তারা , সুরাইয়ার হত্যার সাথে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে বিচারের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলন ঘোষণার হুশিয়ারি উচ্চারণ করা হয়।
এ বিষয়ে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আকনজি বলেন, এ ঘটনায় ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে যদি অন্য কারো নাম আসে, অবশ্যই তাদের আইনের আওতায় আনা হবে।