হাসিনুর রহমান,ভাঙ্গুড়া প্রতিনিধি :
পাবনার ভাঙ্গুড়া উপজেলার ১০০ শীতার্ত অসহায় ও দুস্থ পরিবারে উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়িয়েছে সরদার জয়নুল আবেদীন ফাউন্ডেশন । আজ শুক্রবার সকালে উপজেলার পরমানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এলাকায় শীতার্ত মানুষের মাঝে ফাউন্ডেশনের পক্ষে কম্বল বিতরণ উদ্বোধন করেন জয়নুল আবেদীনের স্ত্রী সরদার মুসলিমা খাতুন মিনু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরমান্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান সবুজ,অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরমান্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক মোঃ নাসিম ।
এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া প্রেস ক্লাবের প্রচার সম্পাদক মেহেদী হাসান ,দপ্তর সম্পাদক হাফিজুর রহমান ,সদস্য হাসিনুর রহমান। এ ছাড়া সরদার জয়নুল আবেদীন ফাউন্ডেশনের সদস্যসহ বিভিন্ন বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন । কনকনে শীতের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল পেয়ে শীতার্তরা উচ্ছ্বসিত হয়ে ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান । তারা ফাউন্ডেশনের সঙ্গে সংশ্লিষ্টদের জন্য দোয়া করেন।
কম্বল নিতে আসা ক্যান্সার রোগাক্রান্ত রিপন মিয়া বলেন, অসহায় মানুষ আমরা। অনেক ঠান্ডা শীতের মাঝে একদিন সরদার জয়নুল আবেদীন ফাউন্ডেশনের সদস্যরা আমাকে একটা কার্ড দেয় এই কার্ড নিয়ে আজ আমি কম্বল পেলাম । সেটি নিয়ে কিছুটা হলেও স্বস্তিতে থাকব। এভাবে কেউ আমাদের পাশে এসে দাঁড়াবে, তা কখনো ভাবিনি। 
দুধবাড়ীয়া গ্রামের ৮০ বছরের বৃদ্ধা ফুলজান বলেন, আমাদের মতো দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি এই ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই। এই সংগঠনের মাধ্যমে আজ আমরা এ সুযোগ সুবিধাগুলো পাচ্ছি। ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মাসুদ রানা বলেন, উপজেলার শীতার্ত, অসহায় দুঃস্থ মানুষের জন্য এই কর্মসূচি হাতে নিয়েছি এবং এ ধারা প্রতিবছর অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। অনুষ্ঠানে সরদার জয়নুল আবেদীন ফাউন্ডেশন সহ দেশ জাতির জন্য দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম।