পাবনার ভাঙ্গুড়ায় ৩৫ পিস ইয়াবা বড়িসহ ডাবলু হোসেন (৪৫) নামে চিহ্নিত এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। রোববার গভীর রাতে উপজেলার দিয়ারপাড়া রেলগেট এলাকায় চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সে উপজেলার দিয়ারপাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে।
স্থানীয়রা জানান, ডাবলু একজন চিহ্নিত মাদক কারবারি। পুলিশের হাতে সে বেশ কয়েকবার আটক হয়েছে। কিন্তু বার বারই সে আদালত থেকে জামিন নিয়ে এসে পুনরায় মাদক ব্যবসাই করেন।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় ওই মাদক কারবারির বিরুদ্ধে থানায় নিয়মিত মাদক মামলা রুজু হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে থানায় আরও তিনটি মাদক মামলা রয়েছে। আজ সোমবার দুপুরে তাকে পাবনা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
#