আজ শুক্রবার থেকে অর্ধেক আসনে দর্শক বসার শর্তে খুলেছে সিনেমা হল। এই শর্তে সিনেমা হল কর্তৃপক্ষকে অবশ্যই বাধ্যতামূলকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। চলমান কভিড-১৯ ভাইরাসের কারণে সারা বিশ্বের মতো বাংলাদেশের জনজীবনসহ সাংস্কৃতিক অঙ্গনে নেমে আসে স্থবিরতা। এরই অংশ হিসেবে সিনেমা হল বন্ধ ঘোষণা করা হয়। দীর্ঘ সাত মাস পর শুক্রবার সিনেমা হল খুলেছে। তবে ঢাকার অনেক সিনেমা হল না খুললেও ঢাকার বাইরের বড় হলগুলো খুলেছে।
দেশের সর্ববৃহৎ সিনেমা হল যশোরের মণিহার । এই সিনেমা হল দীর্ঘ সাত মাস পর আজ খুলেছে। সেই অর্থে নতুন চলচ্চিত্র না থাকায় বৃহৎ এই হলটির করোনা-পরবর্তী যাত্রা শুরু হলো পুরনো চলচ্চিত্র দিয়ে। শাকিব খানের শাহেন শাহ চলচ্চিত্রটি নতুন করে মুক্তি পেয়েছে মণিহারে। বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন মণিহার সিনেমা হলের ব্যবস্থাপক তোফাজ্জল হোসেন।
তোফাজ্জল হোসেন বলেন, ‘সিনেমা হলই আমাদের ব্যবসা। আমাদের হল খুলতে হবে। তাই আমরা হল খুলেছি আজ থেকেই। নতুন ছবি না থাকায় আমাদেরকে পুরনো ছবিই চালাতে হচ্ছে। এ ক্ষেত্রে শাকিব খান ও নুসরাত ফারিয়া অভিনীত শাহেনশাহ ছবিটি মুক্তি দিয়েছি।’
অন্যদিকে উত্তরবঙ্গের বৃহৎ সিনেমা হল ‘পৃথিবী কমপ্লেক্স’ আজ থেকে খুলে গেছে। কালের কণ্ঠ’র জয়পুরহাট প্রতিনিধি আলমগীর হোসেন জানালেন, পৃথিবী কমপ্লেক্স ও নাজমা সিনেমা হল খুলেছে। পৃথিবীতে ‘সাহসী হিরো আলম’ ও নাজমা সিনেমা হলে ‘নষ্ট ছাত্র’ সিনেমা দুটি মুক্তি পেয়েছে।
স্বাস্থ্যবিধি মেনে সিনেমা হল খোলার বিষয়ে তথ্য মন্ত্রণালয়ের পরিচালক-তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মীর আকরাম উদ্দীন আহম্মদ বলেন, ‘কভিড-১৯ পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে সিনেমা হলের আসনসংখ্যা কমপক্ষে অর্ধেক খালি রাখার শর্তে এ অনুমতি দেওয়া হয়েছে।’
মণিহার সিনেমা হল যশোরে অবস্থিত বাংলাদেশের বৃহত্তম সিনেমা হল। ১৯৮৩ সালের ৮ ডিসেম্বর এটি প্রতিষ্ঠিত হয়। আধুনিক স্থাপত্যশৈলীর জন্য প্রতিষ্ঠার অল্প সময়ের মধ্যেই সিনেমা হলটি খ্যাতি অর্জন করে। শিল্পী এস এম সুলতানের তত্ত্বাবধানে হলটির নির্মাণ-পরবর্তী সাজসজ্জার কাজ সম্পন্ন হয়।