বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব বিষয়ে সচেতনতা বৃদ্ধি,ন্যায্য রুপান্তর ও নদী রক্ষার দাবিতে পাবনার চাটমোহরে অনুষ্ঠিত হয়েছে সচেতনতা সাইকেল র্যালি ও পথসভা। শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় জলবায়ু ন্যায়বিচারের জন্য বিশ্বব্যাপী কর্মদিবসে ধরিত্রী রক্ষায় আমরা’র (ধরা) সহায়তায় চলনবিল রক্ষায় আমরা,চিকনাই রক্ষায় আমরা ও রতনাই নদী পুনরুদ্ধারে আমরা কমিটির যৌথ আয়োজনে উপজেলার চিকনাই নদীর পাড় ফৈলজানা হাইস্কুল মাঠে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় সভাপতিত্ব করেন চলনবিল রক্ষায় আমরা’র আহবায়ক ও চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল। বক্তব্য দেন,চিকনাই রক্ষায় আমরা’র সদস্য সচিব খলিলুর রহমান,বেসরকারি সংস্থা আসাসের নির্বাহী পরিচালক আবু হানিফ,সমাজকর্মী মুক্তার হোসেন,পরিবেশবাদী,লেখক ও সাংবাদিক সহকারি অধ্যাপক ইকবাল কবীর রঞ্জু,শিক্ষক ও সাংবাদিক মোঃ নুরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন,আমরা বিশ্বব্যাপী সংকটের এক যুগে বাস করছি। সাধারণ মানুষ ক্রমবর্ধমান বৈষম্য,জলবায়ু বিপর্যয় এবং প্রকৃতি ধ্বংসের প্রভাব অনুভব করছে। বর্তমান পরিস্থিতির জন্য দায়ী একটি ব্যবস্থা,যা আমাদের শোষণ করে,হুমকি দেয়,আলাদা করে। অর্থনৈতিক ব্যবস্থার দ্বারা একটি শ্রেণী ও পরিবেশ ক্রমশ শোষিত হচ্ছে। তাই জলবায়ুর প্রভাব মোকাবেলায় আমাদের সবাইকে এখনি ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
পরে জলবায়ু রক্ষায় বিভিন্ন প্লাকার্ড নিয়ে একটি সাইকেল র্যালি চাটমোহর উপজেলার ফৈলজানা ও আটঘরিয়া উপজেলার গোরুরী বাজার প্রদক্ষিণ করে।