পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান শনিবার সকালে ঢাকার কেরানিগঞ্জের দাড়িপাড়া প্রাথমিক বিদ্যালয়ে জলাধার সংস্কার প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে বললেন, “ঢাকার খালগুলো আমরা যখন খনন করি, তা আবার ভরে যায়। বর্জ্য নিষ্কাশন ৫৪ বছরে হয়নি, এক বছরে কীভাবে সম্ভব হবে। এর দায় সবাইকেই নিতে হবে।”
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “খাল রক্ষায় জেলা প্রশাসনকে মন্ত্রণালয়ের কাছে প্রকল্প পরিকল্পনা জমা দিতে বলা হবে। ভালো প্রকল্পগুলো বন্ধ হলে চলবে না।”
‘প্রকৃত মৎসজীবীরা খাল ইজারা নিতে পারেন না। এজন্যই প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করতে হবে। প্রশাসনকে দেখতে হবে প্রকৃত মৎসজীবীরা খালগুলোর ইজারা পাচ্ছেন কি না। উন্নয়ন শুধু সড়ক আর বড় সেতু নয়, বড় মেগা প্রজেক্ট কেন্দ্রিকও হতে হবে। তবে মেগা প্রজেক্ট সবসময় সবার কাজে আসবে এমনটা নয়’-উল্লেখ করেন তিনি।
পরিবেশ উপদেষ্টা আরও বলেন, “মানবদেহে মাইক্রোপ্লাস্টিক ছড়িয়ে যাচ্ছে। পলিথিন শপিংব্যাগ বন্ধে সরকার ব্যর্থ হলে আপনার জিতে যাওয়ার সুযোগ নেই। সরকার বলার পরও উৎপাদন চালিয়ে গেছে পলিথিন ব্যবসায়ীরা। এমন কোনো দেশ পৃথিবীতে নেই যেখানে সরকারের আদেশের পরও তা পালন করা হয় না। তবে সুপারশপ এখন আর পলিথিন দিচ্ছে না।”
পলিথিন শপিংব্যগ বন্ধে পাটের ব্যাগে বাজারের অভ্যাসকে উৎসাহিত করার কথা জানিয়ে উপদেষ্টা বলেন, ‘পাটের ব্যাগে বাজার করার অভ্যাস করলে পলিথিনের ব্যবহার কমে যাবে।’
তিনি বলেন, “গণতন্ত্রে সব নাগরিকের ভূমিকা থাকে। নেতাকে জবাবদিহিতার মধ্যে রাখতে হয়। পরিবেশের সঙ্গে গণতন্ত্রের সম্পর্ক রয়েছে। আগে যেমন ছিল, তেমনটা রেখে দেয়ার জন্য এতোগুলো মানুষ প্রাণ দেয়নি।”
‘পরিবেশ আন্দোলন জনগণের উপস্থিতিতে সফল হয়েছে। সাদাপাথরের পাথর তোলায় রাজনৈতিক দুবৃত্তায়ন প্রকাশ্যে আসার পর জনগণ রুখে দিয়েছে’-যোগ করেন উপদেষ্টা রিজওয়ানা।
সূত্র: এফএনএস।