আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মনোনয়ন চান এলাকার জনপ্রিয় মুখ খন্দকার আখতার হোসেন লেবু । ইতোমধ্যে তিনি-এনসিপি’র কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। মনোনয়ন ফরম জমা শেষে এলাকায় গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা শুরু করবেন বলে তিনি জানিয়েছেন।
বর্তমানে তিনি জাতীয় নাগরিক পার্টির পাবনা জেলা শাখার প্রস্তাবিত প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্র জীবনে তিনি বিপ্লবী ছাত্র মৈত্রীর পাবনার চাটমোহর সরকারি কলেজ শাখার সভাপতি ছিলেন। রাজনৈতিক জীবনের শুরু থেকেই জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছেন খন্দকার আখতার হোসেন লেবু। তিনি চাটমোহর ডিগ্রি কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পেশায় তিনি একজন ব্যবসায়ী।
তিনি চাটমোহর উপজেলার পৌর এলাকার নারিকেল পাড়ার বাসিন্দা মো.আজিজুর রহমানের ছেলে । শিক্ষাজীবনের এই দীর্ঘ পরিক্রমায় অর্জিত জ্ঞান, নৈতিক চেতনা ও মূল্যবোধ আজ তাকে একজন সৎ, পরিশ্রমী ও দায়িত্বশীল সমাজনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
জুলাই গণঅভ্যুত্থান-এ অংশগ্রহণ করেন তিনি তরুণ সমাজের অনুপ্রেরণার প্রতীক হয়ে ওঠেন। রাজনীতির পাশাপাশি তিনি একজন সক্রিয় সমাজসেবক ও মানবিক সংগঠক। এলাকায় তার নেতৃত্বে বৃক্ষরোপণ, চারা বিতরণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবা, দারিদ্র্য নিরসন ও জনসচেতনতামূলক বহু কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। তিনি
খন্দকার আক্তার হোসেন লেবু বলেন-“আমি এনসিপি’র দলীয় মনোনয়ন ফরম তুলেছি। জনগণের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা নিয়ে আসন্ন নির্বাচনে অংশ নিতে চাই। সকলের সমর্থন,পরামর্শ ও দোয়া কামনা করছি।”