1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৫:২১ অপরাহ্ন

সৌদিতে হজ পালনকালে আরো তিন বাংলাদেশির মৃত্যু

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৭৭ সময় দর্শন

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে একদিনেই তিনজন বাংলাদেশি হাজি মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (১২ জুন) মারা যাওয়া তিনজন হলেন—লালমনিরহাটের আমির হামজা, ময়মনসিংহের মো. মনিরুজ্জামান (বয়স ৬৬) ও নোয়াখালীর খাতিজা বেগম (বয়স ৪১)। তাদের মৃত্যুর মধ্য দিয়ে চলতি বছর হজ মৌসুমে বাংলাদেশি হাজিদের মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে। এদের মধ্যে ২৩ জন পুরুষ ও ৩ জন নারী।

শুক্রবার (১৩ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের প্রকাশিত তথ্যে এ খবর জানানো হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, মৃত্যুবরণকারী ২৬ জন হাজির মধ্যে মক্কায় মারা গেছেন ১৭ জন, মদিনায় ৮ জন ও আরাফায় ১ জন। চলতি বছর হজযাত্রীদের সৌদি আরবে যাত্রা শুরু হয় ২৯ এপ্রিল, যা শেষ হয় ৩১ মে। তাদের মধ্যে প্রথম ব্যক্তি মারা যান ২৯ এপ্রিল—তিনি ছিলেন রাজবাড়ীর পাংশার মো. খলিলুর রহমান (৭০)। এরপর থেকে বিভিন্ন সময়ে আরও ২৩ জন পুরুষ ও ২ নারী মারা গেছেন।

এখন পর্যন্ত যেসব হাজিরা মৃত্যুবরণ করেছেন:

১. মো. খলিলুর রহমান (৭০), পাংশা, রাজবাড়ী – ২৯ এপ্রিল

২. মো. ফরিদুজ্জামান (৫৭), বাজিতপুর, কিশোরগঞ্জ – ২ মে

৩. আল হামিদা বানু (৫৮), পঞ্চগড় সদর – ৫ মে

৪. মো. শাহজাহান কবির (৬০), মোহাম্মদপুর, ঢাকা – ৭ মে

৫. হাফেজ উদ্দিন (৭৩), বকশিগঞ্জ, জামালপুর – ৯ মে

৬. বয়েজ উদ্দিন (৭২), সদর, নীলফামারী – ১০ মে

৭. মো. অহিদুর রহমান (৭২), সন্দ্বীপ, চট্টগ্রাম – ১৪ মে

৮. মো. জয়নাল হোসেন (৬১), সদর, গাজীপুর – ১৭ মে

৯. আ. হান্নান মোল্লা (৬৩), মতলব, চাঁদপুর – ১৯ মে

১০. মো. সাহেব উদ্দিন, পীরগঞ্জ, রংপুর – ২৪ মে

১১. বশির হোসাইন (৭৪), কচুয়া, চাঁদপুর – ২৫ মে

১২. শাহাদাত হোসেন, ফরিদগঞ্জ, চাঁদপুর – ২৭ মে

১৩. মো. মোস্তাফিজুর রহমান (৫৩), পাঁচবিবি, জয়পুরহাট – ২৯ মে

১৪. মোজলেম হাওলাদার (৬৩), মাদারীপুর সদর – ২৯ মে

১৫. আবুল কালাম আজাদ (৬২), পূর্ব থানা, টঙ্গী – ২৯ মে

১৬. মো. মফিজ উদ্দিন দেওয়ান (৬০), পুবাইল, গাজীপুর – ১ জুন

১৭. মো. জাহিদুল ইসলাম (৫৯), সৈয়দপুর, নীলফামারী – ১ জুন

১৮. মনোয়ারা বেগম মুনিয়া, কেরানীগঞ্জ, ঢাকা – ৫ জুন

১৯. শেখ মো. ইমারুল ইসলাম, বটিয়াঘাটা, খুলনা – ৬ জুন

২০. মো. মুজিব উল্যা, সোনাইমুড়ি, নোয়াখালী – ৭ জুন

২১. এ টি এম খায়রুল বাসার মন্ডল, সাদুল্লাপুর, গাইবান্ধা – ৯ জুন

২২. গোলাম মোস্তফা, উল্লাপাড়া, সিরাজগঞ্জ – ১০ জুন

২৩. আমির হামজা, পাটগ্রাম, লালমনিরহাট – ১২ জুন

২৪. মো. মনিরুজ্জামান (৬৬), কোতোয়ালি, ময়মনসিংহ – ১২ জুন

২৫. খাতিজা বেগম (৪১), চাটখিল, নোয়াখালী – ১২ জুন

উল্লেখ্য, হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয়েছে ১০ জুন, যা শেষ হবে ১০ জুলাই। হজকেন্দ্রিক স্বাস্থ্যঝুঁকি, তীব্র গরম ও বার্ধক্যজনিত নানা কারণে প্রতিবছরই কিছু সংখ্যক হাজির মৃত্যু ঘটে। চলতি বছর এ সংখ্যা আরও বাড়বে কিনা, তা নির্ভর করছে সামনের দিনগুলোর উপর।

সূত্র: এফএনএস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host