সম্প্রতি ধর্ষণের প্রতিযোগিতা চলছে যেন দেশে দেশে। বাংলাদেশেও ধর্ষণের ঘটনা যেন বেড়েই চলছে। ধরাও পড়ছে ধর্ষণকাণ্ডে অভিযুক্তরা। তাদের বিচার নিয়ে ফেসবুকে এক পোস্ট করেছেন মেহের আফরোজ শাওন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, `মৃত্যুদণ্ড কিংবা ক্রসফায়ার, কোনো শাস্তিই যথেষ্ট নয় অমানুষগুলোর জন্য। এত সহজে তাদের মরে যেতে দিলে তো হবে না! ধর্ষকের এমন কঠিন শাস্তির বিধান হোক যেন তারা প্রতিটি মুহূর্তে নিজেদের মৃত্যু কামনা করে। স্বাধীনতা স্তম্ভের নিচে বিশাল জনসমুদ্রের সামনে সেই ভয়াবহতম শাস্তি কার্যকর হোক, সবগুলো টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হোক যেন প্রত্যেকটা সম্ভাব্য ধর্ষক শিউরে উঠে। আর কোনো নপুংসকের কল্পনাতেও যেন ধর্ষনের চিন্তা না আসে…’