জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করতে জাতীয় সংসদ ভবনে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৯ সদস্যের প্রতিনিধি দল। শনিবার (২৬ এপ্রিল) সকাল ১০টার দিকে সংসদ ভবনে পৌঁছান তারা।
বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ সূচনা বক্তব্য রাখবেন।
জামায়াতে ইসলামীর নেতৃত্ব দেবেন দলের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবে জামায়াতের প্রতিনিধি দলটি।
গত ২০ মার্চ সংখ্যানুপাতিক নির্বাচন ও দুই কক্ষের সংসদের দাবি জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে লিখিত প্রস্তাব জমা দেয় জামায়াতে ইসলামী। সে সময় সংবিধান, জনপ্রশাসন, বিচার বিভাগ ও নির্বাচন কমিশনসহ বেশ কিছু বিষয়ে মতামতও দেওয়া হয়।
নির্দিষ্ট সময় নয়, নিরপেক্ষ নির্বাচনের জন্য যতটুকু সময় দরকার তা সরকারকে জামায়াত দিতে চায় বলেও জানান দলটির নেতারা।
সূত্র : চ্যানেল টোয়েন্টিফোর