ক্রিকেট মাঠে হঠাৎ হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি রয়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল খান। শতভাগ ব্লক থাকায় একটি রিংও পরানো হয়েছে। দেশ সেরা অপেনারের এমন অসুস্থতায় স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার প্রধান উপদেষ্টার পক্ষ থেকে উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর সাথে কথা বলেন।
নিজাম উদ্দিন জানান, হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তামিমকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়া হয় এবং তার স্বাস্থ্য পরিস্থিতি জানতে সাথে সাথেই একটি এনজিওগ্রাম করা হয়।
তিনি আরও বলেন, বিসিবি তামিমের চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং তার চিকিৎসার জন্য যে কোনো প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত। তামিম ইকবালের স্বাস্থ্যের সবশেষ অবস্থা সম্পর্কে প্রধান উপদেষ্টাকে নিয়মিত আপডেট দেয়া হবে বলেও জানান তিনি।
সূত্র: এফএনএস