রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রায় ২০০ শিক্ষার্থী সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন।
সাত কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, ৫ দাবিতে ঢাবি উপ- উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে দেখা করতে গেলে তিনি দুর্ব্যবহার করেন। এরপর তারা সড়ক অবরোধ করেন।
ইডেন কলেজের ব্যবসায়ী শিক্ষা (বিবিএ) এর শিক্ষার্থী স্মৃতি আক্তার বলেন, আমাদের পাঁচ দফা দাবি না মানা পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না। আপনারা ভিডিওটা দেখেন আমাদের সঙ্গে কিভাবে আচরণ করেছে। আমাদের টাকায় তাদের বেতন হয় তারা আমাদের সঙ্গে এভাবে আচরণ করতে পারে না।
সড়ক অবরোধ করা একাধিক শিক্ষার্থী বলেন, ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিলসহ ৫ দাবির অগ্রগতি জানতে তারা ঢাবি উপ-উপাচার্যের সঙ্গে দেখা করতে যান।
নিউমার্কেট জোনের সহকারী কমিশনার তারিক লতিফ বলেন, সন্ধ্যার দিকে অন্তত ২০০ শিক্ষার্থী সায়েন্সল্যাব মোড় অবরোধ করে। এতে এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
সুত্রঃ যুগান্তর
(এনএইচ)