পাবনার ভাঙ্গুড়া উপজেলার বড়াল নদীতে মাছ শিকারে শত শত মানুষের ঢল নামে।শনিবার (১৪ ডিসেম্বর) উপজেলার বড়াল নদীতে সকাল থেকে দুপুর পর্যন্ত চলে বাউত উৎসবে মাছ শিকার। এ দিন মাছ ধরার নানা উপকরণ নিয়ে দূর-দূরান্ত থেকে আসা নানা বয়সের কয়েক’শ মানুষ অংশ নেয়।
শৌখিন মাছ শিকারিদের এক মিলনমেলায় পরিণত হয় পুরো নদী এলাকা। এ সময় রুই, কাতলা, জাপানি, শোল, গজার, বোয়াল, মিনার কার্প, টাকি প্রভৃতি মাছ শিকার করেন তাঁরা। আবার অনেককেই খালি হাতে ফিরে যেতেও দেখা গেছে। মাছ যাই মিলুক, সবাই মিলে মাছ ধরার আনন্দটাই সবার কাছে মুখ্য বলে জানান মাছ শিকারীরা।
মাছ ধরতে আসা পাবনার আটঘরিয়া উপজেলার লক্ষণপুর গ্রামের আমিরুল ইসলাম বলেন, শখের বসে মাছ শিকারে প্রতিবছর দেশের বিভিন্ন জায়গায় যাই। এখানে এলে অনেক আনন্দ হয়। বড়াল নদীতে মাছ শিকারে আসলে কেউ খালি হাতে ফেরেন না। গত বছরের তুলনায় এবার মাছও বেশী পাওয়া গেছে।