মাহবুব উল আলম,ভাঙ্গুড়া :
পাবনার ভাঙ্গুড়া উপজেলার রুহুল বিলে মাছ ধরার ‘বাউত উৎসবে’ নামে হাজারো সৌখিন মৎস্য শিকারি। শনিবার (৩০ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এই বাউত উৎসব। মাছ ধরার নানা উপকরণ নিয়ে দূর-দূরান্ত থেকে আসা নানা বয়সী মানুষ এতে অংশ নেন। এ সময় শৌখিন মাছ শিকারিদের এক মিলনমেলায় পরিণত হয় পুরো বিল এলাকা। মাছ যাই মিলুক, সবাই মিলে মাছ ধরার আনন্দটাই সবার কাছে মুখ্য বলে জানান মাছ শিকারিরা।
মাছ শিকার করতে আসা ভাঙ্গুড়া উপজেলার পৌরসভার মাষ্টারপাড়া মহল্লার বাসিন্দা সাখাওয়াত হোসেন ও চাটমোহর উপজেলার শাহিন আলম জানান,এবার রুহুল বিলে মাছ খুব কম। কারণ বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে চায়না দুয়ারি জাল ও গ্যাস ট্যাবলেট ব্যবহার করে লোভী মৎস্য শিকারিরা বিলের মাছ শিকার করেছে বলে তাদের অভিযোগ। এরপরও অনেকে পলো দিয়ে শোল,বোয়াল,কাতল,রুই প্রভৃতি মাছ ধরতে পেরেছেন।
রুহুল বিলের নিকটবর্তী হাটগ্রামের বাসিন্দা একাব্বর আলী বলেন,প্রতিবছর অগ্রাহায়ন মাসের দ্বিতীয় শনিবার থেকে এই বাউত উৎসব শুরু হয়। চলে একমাস,সপ্তাহের মঙ্গলবার ও শনিবার। প্রথম দিকে ১৫-২০ হাজার লোক একত্রে এই বিলে মাছ শিকারে নামেন বলে তিনি জানান।
উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আলী আযম বলেন,রুহুল বিলের মাছের স¦াদই অন্যরকম। তবুও মাছের প্রজনন ও জীব বৈচিত্রের ক্ষতি না করে মাছ শিকারিদের বাউত উৎসব পালন করার পরামর্শ দেন তিনি।
ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহার বলেন, বাউত উৎসব এই এলাকার পুরোনো ঐতিহ্য। প্রতি বছর দূর-দূরান্ত থেকে শৌখিন মানুষ এখানে এসে মাছ শিকার করেন। তবে বিলের অভয়াশ্রমে মা মাছ সংরক্ষণে যেন হুমকি সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে সকলের প্রতি তিনি আহ্বান জানান।।