নাটোরের সিংড়ায় কৃষক প্রশিক্ষণ হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপি উপজেলা কৃষি হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের সহযোগিতায় এই প্রশিক্ষণের আয়োজনে করে রাজশাহী বিভাগীয় মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট।
প্রশিক্ষণে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ। প্রশিক্ষণ প্রদান করেন রাজশাহী বিভাগীয় গবেষণাগারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা শহিদুল ইসলাম ও বিভাগীয় কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তা নিলুফার ইয়াসমিন।
জানা গেছে, এমএসটিএল কর্মসূচির আওতায় “মৃত্তিকা নমুনা সংগ্রহ পদ্ধতি, সুষম সার ব্যবহার, মাটির স্বাস্থ্য সংরক্ষণ ও ভেজাল সার চেনার উপায় শীর্ষক সিংড়ার চলনবিলের কৃষকদের এই প্রশিক্ষণ দেয়া হয়েছে।
এফএনএস