মানবিক সংগঠন Save Humanity “মানবতার কল্যাণে”পরিবারের পক্ষ থেকে অসহায় বয়োবৃদ্ধ মুদি দোকানি আবুজল হোসেনকে সহযোগিতা প্রদান করা হয়েছে।গত শনিবার (১৯ অক্টোবর) ওই বৃদ্ধের ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যেতে দোকানের মালামাল উঠিয়ে দেন সংগঠনটির সদস্যরা।
আবুজল পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের বাসিন্দা। বাড়ির পাশে তার ছোট্ট একটি মুদি দোকান রয়েছে। কিন্তু অর্থের অভাবে বেশ কিছু দিন ধরে দোকানে মালামাল উঠাতে পারছিলেন না তিনি। পরে বিষয়টি জানার পর “মানবতার কল্যাণে” সংগঠন তাকে এই সহযোগিতা প্রদান করে।
এসময় সংগঠনটির প্রধান উপদেষ্টা ও অনুদান বাস্তবায়ন কমিটির প্রধান মুঞ্জুরুল ইসলাম বরাত, শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হাসিনুর ইসলাম,অর্থনৈতিক ব্যবস্থাপনা বিষয়ক সদস্য জাকির হোসেন,আন্তর্জাতিক দাতা ব্যবস্থাপনা সদস্য প্রবাসী আনোয়ার হোসেন, লজিস্টিক সাপোর্ট এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সদস্য মানিক উল্লাহ,স্বেচ্ছাসেবক সদস্য জাকারিয়া আলম আশিক,স্বেচ্ছাসেবক সদস্য আমিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সহযোগিতা পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন বয়োবৃদ্ধ আবুজল হোসেন।এসময় তিনি মানবতার কল্যাণে সংগঠনের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
সংগঠনের প্রধান সমন্বয়ক ক্যাপ্টেন মো. রাশিদুল ইসলাম রাসেল বলেন, এমন একজন বয়োবৃদ্ধ মানুষকে জীবিকা নির্বাহের কাজে সামান্য সহযোগিতা করতে পেরে আমরা ভীষণ আনন্দিত। প্রতিষ্ঠার পর থেকেই “মানবতার কল্যাণে” সংগঠনটি সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত রাখা হবে। তিনি মানবিক কাজে এগিয়ে আসতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে আহ্বান জানান।