পাবনার চাটমোহর উপজেলার বিভিন্ন হাট-বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতিটি সবজির দামও আকাশছোঁয়া। গত দুই সপ্তাহের ব্যবধানে সবজির দাম লাগামহীনভাবে বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে।
উপজেলার মরিচ চাষিরা ও ব্যবসায়ীরা জানান,মরিচ আবাদের প্রধমে ছিলো প্রচন্ড খরা ও গরম আর এখন অতি বৃষ্টিপাত। ফলে মরিচ গাছের ব্যাপক ক্ষতি হয়েছে। ফলনও কমে গেছে। দেশের বিভিন্ন জেলা থেকেও মরিচের সরবরাহ কমেছে। এদিকে মরিচের সাথে পাল্লা দিয়ে বেড়েছে বেগুনের দামও। প্রতি কেজি বেগুণ বিক্রি হচ্ছে ১৩০ টাকা কেজি দরে। অন্যান্য সবজির দামও বেড়েই চলেছে।