ভাঙ্গুড়া প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া পৌরসভায় রবিবার বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছা.নাজমুন নাহার এ কর্মসূচীর উদ্বোধন করেন। এ সময় পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার(ভূমি) তাসমীয়া আক্তার রোজী তার পাশে ছিলেন।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আমিনুল ইসলাম বলেন,রবিবার ভাঙ্গুড়া রেলস্টেশন এলাকায় ত্রিশটি ফলদ ও বনজ বৃক্ষরোপণের মাধ্যমে প্রোগ্রাম শুরু করা হয়েছে।
পৌরসভার প্রশাসক তাসমীয়া আক্তার রোজী বলেন, এই কর্মসূচী পুরো বর্ষায় চলমান থাকবে। ছায়াঘন নির্মল পরিবেশে পৌরসভার নাগরিকদের সেবা দেওয়ার লক্ষ্যে তার এই উদ্যোগের কথা জানান। এছাড়া এই বৃক্ষগুলো এক সময় সম্পদে পরিণত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বৃক্ষরোপণ কর্মসূচীতে পৌরসভার পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।