পাবনার ভাঙ্গুড়ায় বিশ্ব নদী দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার (২ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এন্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) এর সহযোগীতায় অনুষ্ঠানটির আয়োজন করে টুগেদার ফর সার্ভিস অব পিপল (টিএসপি) ও উপজেলা এনজিও সমন্বয় কমিটি।
টিএসপি’র পরিচালক সরকার মোহাম্মদ আলী’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নাজমুন নাহার।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. আসাদুজ্জামান সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাসমীয়া আক্তার রোজী, ভাঙ্গুড়া থানার ওসি (তদন্ত) আব্দুল করিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমানা আক্তার রোমি প্রমুখ।