পাবনার ভাঙ্গুড়ায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে আমির হামজা(৬) নামের এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের হাটগ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশুটি ওই গ্রামের জাকির হোসেনের ছেলে ও স্থানীয় হাটগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, স্কুল ছুটির পর একটি ছোট্ট ডিঙ্গি নৌকা চালিয়ে বাড়ি ফিরছিল আমির হামজা। এসময় তার সঙ্গে আর কেউ ছিলনা। নৌকাটি তাদের বাড়ির ঘাটে ভিরতেই ধাক্কা খেয়ে পানিতে পড়ে যায় সে। পরে খোঁজাখুজি করে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়্।এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শেলী বলেন, শিশুটি মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।